জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ-হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। সেই আতঙ্কে অনেকেই হল ছেড়ে যাচ্ছেন।
সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের হল পাড়া ও বিভিন্ন হলে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাত ও কাঁধে ব্যাগ নিয়ে অনেকেই হল ছাড়ছেন। তবে আতঙ্কে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি কোনো শিক্ষার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এসেছি পড়াশোনা করবো সেজন্য। আমার রাজনীতি বা কোটা আন্দোলন কোনোটার সাথে সংশ্লিষ্টতা নেই। হলে থাকার কারণে ছাত্রলীগের মিছিলে যেতে হয় বাধ্য হয়ে। কিন্তু আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আর সাহস পাচ্ছি না হলে থাকার। আমার বাড়িতে দুপুরে পর এপর্যন্ত বিশ জন কল দিয়েছে বাড়ি ফিরে যেতে। তাই বাড়ি ফিরে যাচ্ছি। ক্লাস শুরু হলে আসবো। তবে হলে হয়তো আর ওঠা হবে না।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা মাইক নিয়ে প্রতিটি হলের মাঠে গিয়ে ‘কারো রাজনৈতিক চালের বলি না হওয়ার আহ্বান জানাচ্ছেন’। তাদের বলতে শোনা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা, আপনার দেশ ও জাতির ভবিষ্যতে। আপনাদের সুন্দর ভবিষ্যৎ আপনাদের হাতে। আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। কারো রাজনৈতিক চালের বলি হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব আপনার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।