ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষের এক শিক্ষার্থী তার উপর চালানো নির্যাতনের প্রতিবাদে কামড়ে দিয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী গ্রুপের ছাত্রলীগ কর্মীকে। বুধবার মধ্যরাতের পর ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের গেস্টরুমে। ওদিকে প্রোগ্রাম ও গেস্টরুম নিয়ে ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিতের বরাবর খোলা চিঠি লিখেছে জয় মোহাম্মদ নামের এক শিক্ষার্থী।
হল ছাত্রলীগ সূত্রে জানা যায়, আবু সাঈদের উপর ক্ষিপ্ত হয়ে মাস্টারদা’সূর্যসেন হলের ছাত্রলীগ কর্মী আরাফাত হোসেন অভি, ১ম বর্ষের সাঈদকে হলের ২৩৭ নম্বর কক্ষে ডেকে নিয়ে চড়-থাপ্পড় মারে ও শারীরিক- মানসিকভাবে নির্যাতন করে। তা সইতে না পেরে পাল্টা অভিকে থাপ্পড় দেয় সাঈদ। এসময় অন্যরাও নির্যাতন শুরু করলে অভিকে কামড় দেয় সাঈদ। পরে দ্বিতীয় বর্ষের সবাই মিলে চড়-থাপ্পড় ও কিল- ঘুষি দেয় সাঈদকে।
হলের শিক্ষার্থীরা জানান,‘অধিভুক্তি বাতিলের আন্দোলনকারীদের ঠেকাতে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নিতে প্রথম বর্ষের সবাইকে থাকতে বলা হয়। তবে ব্যক্তিগত কারণে দ্বিতীয় বর্ষের ‘বড় ভাই’দের কাছ থেকে ছুটি না নিয়ে তাদের চেয়ে সিনিয়রদের নিকট থেকে ছুটি নেন সাঈদ। এতে ক্ষিপ্ত হয়ে সাঈদকে বেদম প্রহার করা হয় বলে তাদের অভিযোগ।’তবে এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন আরাফাত হোসেন অভি। তিনি এটিকে তাঁর বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি করেন। এ ব্যাপারে ভয়ে কিছু বলতে রাজি হননি আবু সাঈদ।
এদিকে ছাত্রলীগের প্রোগ্রাম-গেস্টরুম নিয়ে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বরাবর একটি খোলা চিঠি লিখেছে জয় মোহাম্মদ নামের ঢাবির এক শিক্ষার্থী। চিঠির মাধ্যমে ছাত্র কর্মীদের ক্ষোভের কথা সুস্পষ্ট হয়ে উঠেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।