ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হল ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া এবং কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষক সংগঠন সাদা দল।

শনিবার এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার বলেন, এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থার ভঙ্গুরতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চরম উদাসীনতার প্রমাণ।
বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পে আহত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এবং সব চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে।
সাদা দলের নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ হল পুরোনো ও জরাজীর্ণ। বহুবার উদ্বেগ জানানো হলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। আজকের এই পরিস্থিতি প্রশাসনের দায়িত্বহীনতাকেই সামনে এনেছে।
তারা আরও বলেন, পুরোনো ও ঝুঁকিপূর্ণ সব হল ভেঙে আধুনিক ও ভূমিকম্প-সহনশীল নতুন হল নির্মাণের জন্য স্পষ্ট রোডম্যাপ ও সময়সীমা ঘোষণা করতে হবে। নতুন হল তৈরি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত হলগুলোর শিক্ষার্থীদের ক্যাম্পাসে অস্থায়ী নিরাপদ আবাসনে স্থানান্তর করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের ন্যায্য উদ্বেগকে সম্মান জানিয়ে অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং একটি কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করে নিয়মিত মহড়া চালাতে হবে, যাতে ভবিষ্যৎ দুর্যোগে সবাই প্রস্তুত থাকে।
সাদা দল জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব। এ বিষয়ে কোনো অবহেলা গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



