জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভিসি বাংলো এলাকায় নবজাতকের লাশ রেখে যাওয়া সেই যুবকের পরিচয় মিলেছে। তার নাম মো. সুলতান (৩৫), বাড়ি কুমিল্লায়। ক্যাম্পাসের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের তাকে শনাক্ত করেছে শাহবাগ থানা পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে।
শুক্রবার (১ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেই যুবক বর্তমানে শাহবাগ থানায় আটক রয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী মোসাম্মৎ খাদিজার একটি মৃত মেয়ে সন্তান হয়। পরে খাদিজার স্বামী মো. সুলতান মিয়া তার মেয়ের লাশ হাসপাতাল থেকে বুঝে পেয়ে গোপনে একটি চটের ব্যাগে ভরে ভিসির বাংলো এলাকায় রেখে আসে।
এদিকে, ঘটনাটি জানাজানি হলে আইনি ব্যবস্থা নিতে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পুলিশকে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তাকে শুক্রবার আটক করা হয়।
আটক হওয়া ওই ব্যক্তির বাড়ি কুমিল্লা জেলার দেবিদার থানার বসুকোট এলাকায়। বর্তমানে থাকেন রাজধানীর বনশ্রী এলাকায়। প্রাথমিকভাবে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।