ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী ভাগাভাগিকে কেন্দ্র করে আইসিইউ দালাল চক্রের দুই গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। ঘটনা ঘটেছে বুধবার রাতে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৯টার দিকে প্রথমে জরুরি বিভাগের সামনে সংঘর্ষ শুরু হয়। বিল্লাল গ্রুপের কয়েকজন শাহাদাত গ্রুপের নওশাদকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে শাহাদাত গ্রুপের লোকজন সমিতি ঘরের সামনে প্রতিপক্ষের ইমন, বাঁধন ও সুমনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ইমনের মাথায় কোপ লাগে এবং বাঁধনের হাত ভেঙে যায়।
ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালের মালিক আনিসুর রহমান বলেন, “আমার চালক নওশাদকে প্রথমে মারধর করা হয়। খবর পেয়ে আমি এলে আবারও দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।”
হাসপাতালের একাধিক কর্মচারী জানান, মূলত আইসিইউ রোগী ভাগাভাগি এবং রোগী বেসরকারি হাসপাতালে পাঠানোর বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে এই দ্বন্দ্ব চলছিল। এর আগে শাহাদাত গ্রুপের বিরুদ্ধে এমন অভিযোগ এসেছে।
ঢামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার শিপন বলেন, “ইমনসহ কয়েকজন সমিতি ঘরের সামনে বসে ছিল। এ সময় শাহাদাত গ্রুপ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “জরুরি বিভাগ ও সমিতি ঘরের সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।