আন্তর্জাতিক ডেস্ক : সবুজের ছোঁয়ামাখানো অপার নীল সমুদ্রের জল। ফেনিল ঢেউয়ের জোয়ারে তাতে ভেসে বেড়াচ্ছে ডলফিনের দল। ঢেউয়ের ওঠানামার সঙ্গে সঙ্গে তারাও তাল মিলিয়ে এগিয়ে চলেছে। মোটে কয়েক সেকেন্ডের এই ভিডিওই সমাজমাধ্যমে ঝড়ো গতিতে ছড়িয়ে পড়েছে।
অনেকেরই দাবি, ডলফিনদের ‘সার্ফিং’ দেখে আরাম পাচ্ছেন তাঁরা। সেই সংখ্যাটা নেহাত কম নয়। রবিবার দুপুর সওয়া ৩টের ওই ভিডিওটি প্রথম প্রকাশ্যে আসার পর থেকে এখনও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি লোকজনের কাছে তা ‘আরামদায়ক’ বলে মনে হয়েছে।
২৮ সেকেন্ডের এই ভিডিওটি তুলেছিলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জাইমেন হাডসন। রবিবার সেই ভিডিওটিই নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেন নেদারল্যান্ডসের বাসিন্দা স্যান্ডার। টুইটারে অবশ্য নিজেকে ‘বাইটেনখাবিডেন’ নামে পরিচয় দেন তিনি। নিজের পদবিও প্রকাশ্যে আনেননি। তবে ওই ভিডিওটির জন্য জাইমেনকে ‘ট্যাগ’ করতে ভোলেননি। ভিডিওটির সঙ্গে হাসিমুখের একটি ‘ইমোজি’ দিয়ে তিনি লিখেছেন, ‘একটি ঢেউয়ের উপর সার্ফিং করছে ডলফিনরা… ’। যদিও এই ভিডিওটি কবে তোলা হয়েছিল বা সেটি কোন সমুদ্রের দৃশ্য, তা জানাননি স্যান্ডার।
Dolphins surfing a wave.. 😊
🎥 @jaimenhudson pic.twitter.com/kSNwZSWyh5
— Buitengebieden (@buitengebieden) September 24, 2022
ইতিমধ্যেই এই ভিডিওটি বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন ছ’হাজারেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী। তাঁদের অনেকেই নানা মন্তব্য করেছেন। এক জনের আবার নিজের শহরের কথা মনে পড়ে গিয়েছে। তাঁর মন্তব্য, ‘ক্যালিফোর্নিয়ার বেড়ে ওঠার সময় মোটে দু’বার এ রকম দেখেছিলাম… এটা সত্যিই অসাধারণ দৃশ্য এবং বিরলও বটে… সুতরাং এক বার এ ধরনের দৃশ্য চাক্ষুষ করার সুযোগ এলে প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন। কারণ, এ দৃশ্য ক্ষণস্থায়ী।’ অন্য আর এক জন লিখেছেন, ‘এই ভিডিওটি আগেও দেখেছিলাম। আপনারাও দেখুন। কারণ, এটি আমাকে বেশ আরাম দেয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।