দেশে তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা সংক্রান্ত আপিলের চূড়ান্ত শুনানি আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেছেন।
শুনানিতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া অংশগ্রহণ করেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হলেও আগামী নির্বাচন চলবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে।
এর আগে বুধবার একই বিষয়ে শুনানি শেষে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর করার বিষয়টি বিবেচনা করেন।
গত মঙ্গলবার একই বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে প্রথম দিনের মতো চূড়ান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন সকালে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।