
জুমবাংলা ডেস্ক : বড় ভাই সাখাওয়াত মোল্যার রডের আঘাতে মাগুরার মহম্মদপুর উপজেলায় ছোট ভাই আলমগীর মোল্যা (১৫) নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক সাখাওয়াত হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী ‘
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের মৃত্যু হয়।
এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আলমগীর ও সাখাওয়াত ডাঙ্গাপাড়া গ্রামের লিয়াকত মোল্যার ছেলে।
প্রতিবেশী শাহানাজ হোসেন জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বড় ভাই সাখাওয়াত রাজমিস্ত্রির কাজে যায়। এ দিকে, বাড়িতে মা-বাবা না থাকায় ছোট ভাই আলমগীর দুপুরের খাবার রান্না করে। পরে দুপুরে কাজ থেকে ফিরে খাবার খেতে গেলে রান্না করা ভাত নরম ও তরকারিতে লবণ বেশি হওয়ায় বড় ভাই সাখাওয়াত রেগে যায়। এ সময় বাকবিতণ্ডার জেরে বড় ভাই রেগে গিয়ে লোহার রড দিয়ে আলমগীরের মাথায় আঘাত করে।
পরে আলমগীরের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সাখাওয়াত পালিয়ে যায়। এ সময় গুরুতর আহতাবস্থায় আলমগীরকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে আলমগীরের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। তবে ঘাতক বড় ভাই সাখাওয়াত মোল্যাকে বৃহস্পতিবার বিকালে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।