আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। লাইনচ্যুত ট্রেনটির ভেতরে এখনো আটকে আছেন ২০০ জন যাত্রী। জানা গেছে, ট্রেনটির আটটি বগিতে ৪৯০ জন যাত্রী ভ্রমণ করছিলেন। খবর বিবিসি’র।
আজ শুক্রবার (২ এপ্রিল) এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, এক টানেলে ঢোকার মুখে একটি কন্সট্রাকশন ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে ট্রেনটির। ওই ট্রাকটি ঠিকভাবে পার্ক না করে রাখায় তা পিছলে রেললাইনের ওপরে চলে আসে।
তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটির প্রথম চারটি বগি থেকে ১০০ যাত্রীকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এখনো প্রায় ২০০ যাত্রী বাকি বগিগুলোতে আটকে আছেন। স্থানীয় গণমাধ্যমগুলোও জানিয়েছে, ট্রেনের চালকও আছেন মৃতদের তালিকায়।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক নারী যাত্রী বলেছেন, হঠাৎ একটা ভয়ানক ধাক্কা খেলাম এমন মনে হলো। এর পরমুহূর্তেই দেখি আমি ট্রেনের ফ্লোরে পড়ে আছি। তারপর আমরা ট্রেনের জানালা ভেঙে ছাদে উঠে বাইরে বেরিয়েছি।
তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ফায়ার ডিপার্টমেন্টের বলা ৩৫০ যাত্রী বহনের তথ্যটি ভুল ছিল। আসলে ট্রেনে ৪৯০ জন যাত্রী ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অফিশিয়াল সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, পার্ক করা ট্রাকটিতে হ্যান্ডব্রেক দেওয়া ছিল না। এটির চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।