Views: 110

আন্তর্জাতিক

তাইওয়ান থেকে অর্থ পাচারে অভিযুক্ত চীনা দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক: চীনা একজন ব্যবসায়ী ও তার স্ত্রীকে অর্থ পাচারের অভিযোগে তাইওয়ান ছেড়ে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর এএনআই, ইয়াহু নিউজ’র।

তাইওয়ানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইয়াহু নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, চীনা ওই দম্পতি চায়না ইনোভেশন ইনভেস্টমেন্ট লিমিটেডের (সিএলএল) এর সঙ্গে জড়িত। চীনের হয়ে গুপ্তচরবৃত্তিরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

চীনের হয়ে তাইওয়ানে গুপ্তচরবৃত্তির ব্যাপারে ২০১৯ সালের নভেম্বরে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তারা স্বীকার করেছে, তারা চীন থেকে হংকং এবং পরে তাইওয়ানের ব্যাংক অ্যাকাউন্টে অবৈধ উপার্জনে ১০.৫৪ মিলিয়ন ডলার স্থানান্তর করেছে। তাইওয়ানে সম্পত্তি কেনার ক্ষেত্রে ওই অর্থ ব্যয়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

তাইওয়ান নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে চীনের ওই দম্পতিকে ২০১৯ সালের নভেম্বর থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তাইপে ডিস্ট্রিক্ট প্রসিকিউটরস অফিস থেকে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

অর্থ পাচারের অভিযোগে নতুন করে আট মাসের জন্য তাদেরকে তাইওয়ান ছেড়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

হানিমুনের রাতেই স্বামী স্ত্রীকে জানালেন তিনি পুরুষ নন

globalgeek

মহামারির মাঝেই বিশ্বে বাস্তুচ্যুত ৮ কোটি ২০ লাখ মানুষ

Saiful Islam

ব্ল্যাক ফাঙ্গাসে অন্ধ হচ্ছেন রোগীরা

Shamim Reza

মহামারির মধ্যেও উদ্বাস্তু রেকর্ড সংখ্যক মানুষ: ইউএনএইচসিআর

Shamim Reza

ইরান কীভাবে সম্পূর্ণ ভিন্ন রকম একটি ব্যবস্থায় দেশ চলে

Shamim Reza

মিয়ানমারে বিস্ফোরণে উড়ে গেল সেনা বহনকারী ট্রাক, নিহত ৬

Saiful Islam