তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রের নীতির কোনও পরিবর্তন নেই : শি’কে বাইডেন

জুমবাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, তাইওয়ান প্রশ্নে মার্কিন নীতির কোন পরিবর্তন নেই। এ দ্বীপ রাষ্ট্রের ব্যাপারে ওয়াশিংটনের ‘আগুন নিয়ে খেলা’ উচিৎ হবে না বেইজিংয়ের হুশিয়ারি সত্ত্বেও তিনি তাকে এ কথা বলেন। খবর এএফপি’র।

এই দুই  নেতার দুই ঘণ্টারও বেশি সময় ধরে টেলিফোনে কথা বলার পর হোয়াইট হাউসের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘তাইওয়ান বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন জোর দিয়ে বলেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতির কোন পরিবর্তন হচ্ছে না এবং ওয়াশিংটন তাইওয়ান প্রণালীর স্থিতাবস্থার পরিবর্তন বা শান্তি ও স্থিতিশীলতা ধ্বংসের  একতরফা প্রচেষ্টার কঠোর বিরোধী।’