জুমবাংলা ডেস্ক : ঢাকার পর চট্টগ্রামেও ফাইফারের দেখা পেলেন তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টে এখন অবধি পাঁচ উইকেট হারিয়েছে সফরকারীরা। পাঁচটি উইকেট তাইজুল একাই পেয়েছেন। যদিও ইতোমধ্যে চারশ ছাড়িয়েছে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ম দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৩০৭ রান, ২ উইকেট হারিয়ে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে বোর্ডে আরও ১০৬ রান জড়ো করেছে তারা। তবে হারিয়েছে আরও তিনটি উইকেট।
তৃতীয় উইকেটে টনি ডি জর্জির সাথে ১১৬ রানের জুটি গড়ে বিদায় নেন ডেভিড বেডিংহাম। তার আগে ৭৮ বল মোকাবেলা করে ৫৯ রান করেন, হাঁকান দুটি চার ও চারটি ছক্কা। এর খানিক পরই বিদায় নেন ডি জর্জি। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ২৬৯ বলে ১৭৭ রান করে ক্ষান্ত হন ২৭ বছর বয়সী ওপেনার। ক্যারিয়ারের প্রথম তিন অঙ্কের ইনিংস খেলার পথে হাঁকান ১২টি চার ও ৪টি ছক্কা।
এরপর কাইল ভেরেইনেকে ডাক এর স্বাদ দেন তাইজুল। তবে রিয়ান রিকেলটন ও উইয়ান মাল্ডার আরও একটি জোরালো পার্টনারশিপ গড়ার আভাস দিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছেন। রিকেলটন ১১ ও মাল্ডার ১২ রানে অপরাজিত। ১১০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৪১৩ রান জড়ো করেছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ৪৩ ওভার বল করে ১৫২ রানের খরচায় ৫ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।