জুমবাংলা ডেস্ক : আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েকদিন ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি ) আবহাওয়া অধিদফতর সূত্রে এসব তথ্য জানা যায়।
আবহাওয়া অধিদফত আরো জানায়, জানুয়ারির ১৫ তারিখের মধ্যে দেশের কোথাও শৈতপ্রবাহের আভাস নেই। তবে দেশের কয়েকটি অঞ্চলে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির শঙ্কা নেই।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, জানুয়ারি মাস বছরের সবচেয়ে শীত মাস। এ মাসে প্রতি বছরই শৈত্যপ্রবাহ থাকে। এ মাসে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস ছিল। তবে এখন পর্যন্ত দেশে শৈত্যপ্রবাহের প্রভাব তেমন দেখা যায়নি।
চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত দেশের কোথাও শৈত্যপ্রবাহ বিস্তারের আভাস নেই। এছাড়া আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা উন্নতি হবে। ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।