জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে প্রার্থী হতে ব্যারিস্টার ফজলে নূর তাপসের ছেড়ে দেওয়া ঢাকা-১০ আসনসহ দুটি সংসদীয় আসনের উপনির্বাচন আগামী মার্চে করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা-১০ আসনের পাশাপাশি আওয়ামী লীগ দলীয় এমপি ইউনুস আলী সরকারের মৃত্যুতে গাইবান্ধা-৩ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।
সোমবার সংসদ সচিবালয়ের এ-সংক্রান্ত চিঠি ইসি কার্যালয়ে পৌঁছেছে। আইন অনুযায়ী কোনো আসন শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে। সেই হিসাবে ২০২০ সালের ২৭ মার্চ হচ্ছে ঢাকা-১০ আসনের উপনির্বাচনের শেষ সময়। আর গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার গত ২৭ ডিসেম্বর ইন্তেকাল করায় তার আসনটিও শূন্য ঘোষণা করে ইসিকে জানিয়েছে সংসদ সচিবালয়।
এ ক্ষেত্রে তার আসনটিতে উপনির্বাচন আগামী ২৫ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ভোট সম্পন্ন করার বিধান রয়েছে। সে অনুযায়ী নির্বাচন হবে।
সংবিধানে বলা রয়েছে, কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে শর্ত থাকে যে, প্রধান নির্বাচন কমিশনারের মতে, কোনো দৈব-দুর্বিপাকের কারণে নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে আরও ৯০ দিন সময় পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।