স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবালকে গালি দেয়ার অপরাধে একজন দর্শককে আটক করা হয়েছে।
রবিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে টেস্টের আদলে স্লো মোশন ব্যাটিং করেন তামিম ইকবাল। ৪৩ বল খেলে মাত্র ২টি চারের সাহায্যে করেন ২৪ রান। জিম্বাবুয়ের মতো তুলনামূলক দূর্বল দলের সঙ্গে ঘরের মাঠে তামিম ইকবালের এমন স্লোথ ব্যাটিং দেখে হতাশই হয়েছে সিলেটের দর্শকরা।
আর সেই হতাশা থেকেই তামিমকে গালাগাল দেন ওই দর্শক। ৪৩ বল খেলে মাত্র ২৪ রানে আউট হয়ে তামিম যখন ডেসিংরুমে ফিরছিলেন ঠিক তখন গ্র্যান্ড স্ট্যান্ড থেকে বাজে ইঙ্গিত করেন ওই দর্শক। তামিমও তখন প্রতিক্রিয়া দেখান।
পরে ওই দর্শককে আটক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা কর্মীরা। বোর্ডে নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব.) হোসেন ইমাম জানিয়েছেন, যথাযথ প্রক্রিয়া মেনে ওই দর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।