বিনোদন ডেস্ক : জাতীয় দলের তারকা ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমাকে নষ্ট মেয়ে বলে আখ্যায়িত করেছেন মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। মঙ্গলবার বিকেলে লাইভে এসে তিনি এভাবে আখ্যায়িত করেন। তিনি বলেন, আমি অতিষ্ঠ হয়ে গেছি! আমি বাধ্য হয়ে লাইভে আসছি।
এর কিছু কারণ আছে… আমি আজ লাইভে আসতাম না, নোংরা একটা ছেলের বিষয়ে কথাও বলতাম না। আমি ভেবেছি নাসির হয়তো ভালো হয়ে গেছে। আমার সাথে সম্পর্কে নাই, এখন হয়তো খেলায় মন দেবে। কিন্তু না, ওতো ঠিক হয়নি! আমি নাসির ও তার বউ তামিমাকে নিয়ে কিছু কথা বলতে চাই। নাসির নষ্ট চরিত্রের একটা মহিলাকে বিয়ে করেছে। নাসিরের জীবনে আরও অনেক তামিমা ছিল। যার চরিত্র যেমন তার কপালে সেরকমই জীবনসঙ্গী জোটে!
হুমায়রা আরও বলেন, আমি শুটিং, শপিং যেখানেই যাচ্ছি সেখানে নাসির ও তার স্ত্রী তামিমার বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। সবাই বলছে আপু নাসির একটা নষ্ট একটা মেয়েকে বিয়ে করছে; এ বিষয়ে আপনি কিছু বলেন। আমি কী বলবো? আমি এর আগেও বলছি- ২০১৮ সালে নাসিরের সাথে আমার সবকিছু শেষ হয়ে গেছে। গত ২ বছর নাসির প্রসঙ্গে আমাকে কোনো কথা শুনতে হয়নি। আবার শুরু হইছে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।