স্পোর্টস ডেস্ক : প্রথমে প্রেম, তারপর বিয়ে। এভাবে সংসার শুরু হয় তামিমা তাম্মি ও রাকিবের। তবে সেই বিয়েও ছিল তামিমার চাপে। ১১ বছরের সংসার রয়েছে ৯ বছরের কন্যা সন্তান। কিন্তু গত ১৪ ফেব্রুয়ারি তামিমা বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেনকে।
নাসির হোসেনও বিয়েকে স্মরণীয় করতে ভালোবাসা দিবসটিকেই বেছে নেন। কিন্তু বিয়ের সপ্তাহ পার না হতেই চরম বিতর্ক শুরু হয়েছে। তামিমার আগের স্বামী রাকিবের দাবি, তার সঙ্গে ডিভোর্স না করেই নাসিরকে বিয়ে করেছেন।
এমন দাবি করে থানায় জিডিও করেছেন রাকিব। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানায় এ জিডিটি করেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াসও সংবাদমাধ্যমটি বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে জিডিতে রাকিব যেসব তথ্য উল্লেখ করেছেন তাতে নতুন বিতর্ক শুরু হয়েছে। রাকিবের দাবি, তামিমা তার সঙ্গে সংসার করা অবস্থা অলোক নামে আরেক ছেলেকে বেছে নেন। সেখানে ছয় মাস সংসারও করেন। পরে আবার রাকিবের সংসারে ফিরে যান।
জিডিতে রাকিব উল্লেখ করেন, তামিমার সঙ্গে এখনও তার ডিভোর্স হয়নি। ডিভোর্স ছাড়া স্ত্রী কিভাবে অন্যের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সেই প্রশ্ন তার। এজন্য স্ত্রীর বিরুদ্ধে জিডি করেছেন তিনি।