বিনোদন ডেস্ক: আগামী ৭ জানুয়ারি থেকে দীপ্ত টিভিতে দেখানো হবে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ধারাবাহিক নাটক ‘কাজল রেখা’। অমিতাভ ভট্টাচার্যের নাট্যরূপে নাটকটি পরিচালনা করছেন এস এম সালাহ উদ্দিন।
নাটকে ‘কাজল রেখা’ নাম ভূমিকায় অভিনয় করেছেন নাইরুজ সিফাত, সুঁচ রাজার চরিত্রে ইমতু রাতিশ ও কাকন দাসী রূপে অভিনয় করেছেন সৈয়দা শিলা।
এছাড়াও অভিনয় করেছেন- আরমান পারভেজ মুরাদ, সুষমা সরকার, মুনিরা ইউসুফ মেমি, সৈয়দ শুভ্র, অবিদ রেহান, টুটুল চৌধুরী, ফারজানা ছবি, গোলাম ফরিদা ছন্দা, ফারজানা চুমকি, মোমেনা চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ। এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ।
নির্মাতা বলেন, “বাংলার লোক সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস। আমরা চেষ্টা করছি ভালো একটি কাজ করতে। একদিন হয়তো সিন্দাবাদ বা আলাদীনের মতো ‘কাজল রেখা’র নামও দর্শকের মনে স্থান করে নেবে।”
নাটকটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ। ব্ল্যাক এ্যান্ড হোয়াইট প্রোডাকশনের ব্যানারে ভিএফএক্স ও গ্রাফিক্সের ওপর নির্মিত নাটকটি প্রযোজনা করছেন কাজী রিটন। দেখানো হবে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।