বিনোদন ডেস্ক : পর্দায় তারকারা দর্শকদের বিনোদন যেমন দেন আবার ব্যক্তিগত জীবন নিয়ে সেই তারকারাই বিতর্কের মুখে পড়েন। অভিনয়ে মুগ্ধতা ছড়ালেও এমন কিছু তারকা আছেন যাদের নিয়ে স্ক্যান্ডালের শেষ নেই। তারকাখ্যাতি নিয়েও তাদের অনেকে অন্ধকার পথে পা বাড়ান, জড়িয়ে পড়েন নানা অপরাধে। এমনকি ভিন পুরুষের বিছানায়ও সঙ্গী হন।
বছরখানেক আগে দেহ ব্যবসায়ী জড়িত থাকার অভিযোগে ভারতীয় অভিনেত্রী অমৃতা ধানোয়া ও মডেল রিতা সিংকে গ্রেফতার করা হয়। মুম্বাইয়ের একটি ফাইভ স্টার হোটেলে আপত্তিকর অবস্থায় তাদের আটক করে পুলিশ।
যদিও শুধু অমৃতা কিংবা রিতাই নন, অভিনেত্রীদের মধ্যে দেহ ব্যবসায়ী জড়িয়েছেন, এমন আরও অনেকেরই নাম রয়েছে।
শ্বেতা প্রসাদ বসু: শোবিজ অঙ্গনে একটা সময় অগণিত পুরুষের স্বপ্নের রানি ছিলেন শ্বেতা। অথচ তিনিই কিনা শেষ পর্যন্ত দেহ ব্যবসায় জড়ালেন! মাত্র ১১ বছর বয়সে বিশাল ভরদ্বাজের ‘মাকড়ি’ ছবিতে অভিনয় করে শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার জিতেছিলেন। সেই শ্বেতাই পরবর্তী সময়ে দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন।
২০১৪ সালে হায়দরাবাদের বাঞ্জারা হিলসের একটি হোটেলে অভিযান চালিয়ে শ্বেতাকে হাতেনাতে আটক করে পুলিশ। বিষয়টি নিয়ে তখন গোটা ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাপক তোলপাড় হয়। গণমাধ্যমগুলোর বিনোদন পাতাও সরগরম হয়ে উঠে। যদিও পরবর্তীতে দেহ ব্যবসার অভিযোগ স্বীকার করে শ্বেতা বলেছিলেন, অভাবের কারণেই তিনি এ পেশায় জড়িয়েছিলেন।