জাতীয়তাবাদী আদর্শের প্রতি আনুগত্য এবং দলীয় নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসনের প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন।

মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হওয়ায় তার সম্মানেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাইয়ে ব্যারিস্টার সরওয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল হলেও পরবর্তীতে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান। আইনি লড়াইয়ের মাধ্যমে প্রার্থীতা বহাল রাখার পরও দলীয় প্রধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
ব্যারিস্টার সরওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। দীর্ঘদিন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করেছি এবং কারাবরণও করেছি। দলীয় চেয়ারম্যানের সম্মান ও তার প্রতি সমর্থন জানাতেই আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি।’
তিনি বলেন, একজন দলীয় কর্মী হিসেবে তারেক রহমানের নির্বাচনী লড়াইয়ে সহযোগিতা করাকে নিজের দায়িত্ব মনে করেন।
আরও পড়ুনঃ
আগামী দিনের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে ব্যারিস্টার সরওয়ার বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে তারেক রহমান বাংলাদেশে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবেন এবং সুশাসন ও শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


