বিনোদন ডেস্ক : সাত বছরের সংসার জীবনকে তালাক নোটিশের মাধ্যমে বিদায় দিচ্ছেন বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। বিয়ে বিচ্ছেদের পর নতুন সংসার করবেন কিনা তা নিয়ে চলচ্চিত্র ভক্তদের আগ্রহের কমতি নেই। তাই ভবিষ্যৎ ভাবনা জানিয়ে দিলেন অস্ট্রেলিয়া প্রবাসী এ গুণী চিত্রনায়িকা।
তিনি জানান, আপাতত সন্তানকে সময় দিতে চান। এখন সন্তানকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন। সন্তানকে মানুষ হিসেবে গড়াই তার লক্ষ্য। এছাড়া ব্যক্তিগত বিষয়ে ভবিষ্যতে কথা বলতে নারাজ বলে জানিয়েছেন শাবনূর।
এদিকে বিয়ের তালাকের নোটিশ ফাঁসের বিষয়ে শাবনূর জানান, তার আইনজীবী তালাকের ইস্যু করা নোটিশ অনুমতি ছাড়া প্রকাশ করতে পারেন না। তবে শাবনূরের আইনজীবী কাওসার আহমেদ জানান, তিনি নোটিশ প্রকাশ বা তার কোনো তথ্য কাউকে দেননি।
শাবনূর জানান, অনিক তার সন্তানের কোনো দায়িত্ব গ্রহণ করেনি। খোঁজ পর্যন্ত করে না। তাই দায়িত্বহীন মানুষের সঙ্গে সংসার করা অসম্ভব বলেই বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।