বিনোদন ডেস্ক : সম্প্রতি আল্লু অর্জুনের নতুন সিনেমা ‘পুষ্পা দ্য রাইজ’ মুক্তি পেয়েছে। সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ সিনেমার একটি আইটেম গানে নেচেছেন দক্ষিণী আরেক অভিনেত্রী সামান্থা।
সিনেমাটি মুক্তির আগে ১০ ডিসেম্বর ইউটিউবে ‘ও আন্তাভা ও ও আন্তাভা’ শিরোনামের এই গানটি মুক্তি পাওয়ার পর তুমুল জনপ্রিয়তা পায়। পর্দায় এই গানের সঙ্গে সামান্থাকে আল্লুর সঙ্গে নাচতে দেখা যায়।
সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার ওপরে রয়েছে। ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে বিশ্বের সেরা ‘১০০ মিউজিক ভিডিও’র তালিকা প্রকাশ করেছে। যা মানুষের পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছে।
সামান্থার এই লিরিক্যাল ভিডিওটি ইউটিউবে ৯ কোটি ৯ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিতেও এই গানটি প্রকাশ পেয়েছে। হিন্দিতে গানটি গেয়েছেন কনিকা কাপুর।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা দ্য রাইজ’ সিনেমাটি ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ভাষায় মুক্তি পেয়েছিল। মুক্তির পর বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।