আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কান্দাহারে তালেবান যোদ্ধাদের হামলায় পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি নিহত হয়েছেন। আফগানিস্তানের কান্দাহারে তালেবান যোদ্ধাদের হামলায় পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সম্প্রতি দানিশ সিদ্দিকি কান্দাহারের অশান্ত পরিস্থিতির ছবি তুলতে সেখানে যান। এরই মধ্যে শুক্রবার (১৬ জুলাই) ওই প্রদেশের স্পিন বোলডাক জেলায় তালেবানদের হামলায় নিহত হন দানিশ।
এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতেই গুরুতর জখম হয়েছিলেন দানিশ। তিনি আফগান সেনা শিবিরেই ছিলেন। তাকে আহত অবস্থায় শিবিরে রেখেই আফগান সেনারা তালেবানবিরোধী অভিযানে গিয়েছিলেন। এদিকে শুক্রবার (১৬ জুলাই) সকালে আফগান শিবিরে হামলা চালায় তালেবানরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দানিশের।
৪০ বছর বয়স্ক দানিশ ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিনি। টেলিভিশন ২০১০ সালে রয়টার্সে শিক্ষানবিশ চিত্র সাংবাদিক হিসেবে যোগ দেন। তার ছয় বছরের মধ্যেই ইরাকের মসুলের যুদ্ধের ছবি তুলতে যান দানিশ। ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ছবিও তোলেন। ২০১৯-২০তে হংকং প্রোটেস্ট, ২০২০ তে দিল্লির দাঙ্গার ছবিও তোলেন এই চিত্র সাংবাদিক।
ভারতের প্রথম পুলিৎজার জয়ী চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি। ২০১৮ সালে সহকর্মী আদনান আবিদির সঙ্গে ফিচার ফোটোগ্রাফিতে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।