জিম্বাবুয়ের বিপক্ষে গেল মাসে ঘরের মাঠে চোটে পড়েছিলেন তাসকিন আহমেদ। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে যে কারণে খেলা হয়নি টাইগার এই পেসারের। শঙ্কা জেগেছিল বিশ্বকাপ খেলা নিয়েও। যদিও সহ-অধিনায়ক হয়েই তাসকিনকে দলে রেখেছে বিসিবি।
এরপরেও অবশ্য তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা কাটেনি। ধারণা করা হয়েছিল শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও দেখা যাবে না তাকে। তবে সব শঙ্কা উড়িয়ে গতকাল (সোমবার) বল হাতে দেখা গিয়েছে তাসকিনকে।
আগের থেকে কিছুটা ভাল অবস্থায় আছেন তাসকিন। ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। টেক্সাসের ডালাসে দেখা গেছে গতকাল ছোট রানআপে তাসকিন শুরু করেছেন বোলিং। বোঝাই যাচ্ছে নিজেকে প্রস্তুত করে গড়ে তুলছেন এই পেসার। এই পাঁজরের ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তাসকিন। মিস করবেন বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচেও।
যদিও মূল পর্বের প্রথম ম্যাচে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে পেতে আশাবাদী বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। দিনকয়েক আগে জানা যায় তাসকিনের এমআরআই রিপোর্ট ভালো। যে কারণে প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ।
তাসকিনের ইনুজুরি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে। ফিল্ডিংয়ের সময় শরীরের ডান পাশে চোট পেয়েছিলেন তিনি। কতটা গুরুতর ইনজুরি তা নিয়ে বিস্তারিত বলা হলেও ধারণা করা হয়েছিল, খুব সহজেই সেরে উঠবেন না তিনি। প্রাথমিক অবস্থাতেই বলা হয়েছিল সেরে উঠতে তাসকিনের ২৪ দিন সময় দরকার। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জুনের ৮ তারিখ। দিনক্ষণের হিসেবে তাসকিনের হাতে সময় আছে আরও ১১ দিন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel