স্পোর্টস ডেস্ক : লিটন-আফিফ আছেন দুর্দান্ত ফর্মে। ফিনিশার হিসেবে আছেন রাজশাহীর অধিনায়ক ব্যাটিং দানব আন্দ্রে রাসেল। রংপুর ১৮৩ রানের টার্গেট ছুঁড়ে দেবার পরও দর্শকরা ভেবেছিলেন চোখে চোখ রেখে লড়াই করবে রাজশাহী। চোখে চোখ রাখা তো দূরের ব্যাপার, চোখই মেলতে পারল না রাজশাহী। তাসকিনের গতি ও মুস্তাফিজের কাটারের কোনো উত্তর খুঁজে পাননি রাজশাহীর ব্যাটসম্যানরা। রাজশাহী তুলতে পেরেছে মাত্র ১৩৫ রান।
চার ওভার বল করে ২৯ রান খরচায় গুণে গুণে চার উইকেট নিয়েছেন তাসকিন। অন্যদিকে, মুস্তাফিজ ছিলেন আরো কৃপণ। চার ওভারে দিয়েছেন মাত্র ১৬ রান। তাসকিন ও মুস্তাফিজের আট ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৪৫ রান করেছে রাজশাহী। আর বাকি কী থাকল! যেদিন তাসকিন ও মুস্তাফিজ একসাথে জ্বলে ওঠেন সেদিন তাদের দলের সামনে দাঁড়ানোর মতো বুকের পাটা কার আছে!
এর আগে, রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন আজকেও দ্রুত ফিরে গিয়েছেন। তবে শুরুর দিকে বড় স্কোরের প্রতিশ্রুতিই দিয়েছিল রংপুর। ওপেনার নাইমের দৃঢ় ফিফটিতে রংপুর প্রথম দশ ওভারে তুলেছিল ৯২, হুমকি দিচ্ছিল ২০০ পেরিয়ে যাবার। কিন্তু রাজশাহীর বোলাররা মাথা ঠাণ্ডা রেখে নিজেদের কাজটা ঠিকঠাক মতোই করেছেন, নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেট তুলে রংপুরকে আটকেছেন ১৮২ রানে। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ দুইটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ ইরফান ও আফিফ হোসেন।
টসে হেরে ব্যাট করতে নেমে মোটামুটি শুরু পায় রংপুর। দলীয় ৩৮ রানে ফিরে যান অধিনায়ক শেন ওয়াটসন। এরপর ক্যামেরন ডেলপোর্ট নেমে রানের গতি বাড়ান। তবে ডেলপোর্ট ১৭ বলে ৩১ করে ফিরে যাওয়ার পর শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়া। নাইম একপ্রান্তে দাঁড়িয়ে থাকলেও তাকে সঙ্গ দিতে পারেন নি কেউ। শেষ পর্যন্ত নাইম আউট হন ৫৫ রান করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।