তাহসানের সাথে বিয়ের গুঞ্জন, ফেসবুক স্ট্যাটাসে যা বললেন শাওন

গতকাল থেকে মনটা খুব খারাপ ছিল। একটু আগে ইনবক্সে পাঠানো এই ইউটিউব কন্টেন্ট এর হেডলাইন দেখে এত্ত বড় সাইজের একটা ভিমড়ি খেয়েছি যে আগামী দু’দিন কিছু না খেলেও চলবে!

ভিডিওটা দেখার ইচ্ছাও হয়নি। ভেতরে যে ফালতু কিছু থাকবে তা বুঝতে পারছি বটে। তবে দুইপাশে দু’জনের ছবি(!), মধ্যেখানে লাল হৃদপিণ্ড(!!) আর পেছনে হাতের ওপরে হাত(!!!), কন্টেন্ট ক্রিয়েটরের কল্পনাশক্তির উচ্চতা দেখে একা একা হেসেই যাচ্ছি…। অবশেষে!!!

মেহের আফরোজ শাওন
(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)