Views: 98

বিনোদন

‘তাহার সাথে প্রথম ছবি প্রকাশ’

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন নিজের বিয়ের খবর গোপন রেখেছিলেন ঢাকাই সিনেমার নায়ক সাইমন সাদিক। সম্প্রতি বিয়ে ও তার সন্তানের খবর জানান। তবে সেসময় স্ত্রীর ছবি প্রকাশ করেননি এই অভিনেতা।

অবশেষে স্ত্রীর ছবি প্রকাশ করলেন সাইমন সাদিক।  রবিবার স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি তার ফেসবুকে হ্যান্ডেলে প্রকাশ করেন সাইমন। ক্যাপশন লিখেন, ‘তাহার সাথে প্রথম ছবি প্রকাশ’।

সম্প্রতি অবকাশ যাপনের জন্য সেন্টমার্টিন গিয়েছেন এই দম্পতি। সেখানে বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছেন তারা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিক ছয় বছর আগে বিয়ে করেন। দীর্ঘ ৯ বছর প্রেম করার পর দুই পরিবারের সম্মতিতে ২০১৪ সালের ডিসেম্বরে বিয়ে করেন তিনি। সাইমনের স্ত্রীর নাম নিপা সাদিক, তিনি ঢাকার মেয়ে।

এ দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে। বড় ছেলের নাম সাদিক মোহাম্মদ সাইয়্যান। তার বয়স চার বছর চার মাস। সে এখন প্রথম শ্রেণিতে পড়াশোনা করছে। আর ছোট ছেলের নাম সাদিক মোহাম্মদ সাইয়্যার। তার বয়স পাঁচ মাস।

সাইমনের পরবর্তী সিনেমা ‘আনন্দ অশ্রু’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহি। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।

Share:আরও পড়ুন

ঈদে হিংস্রতায় ভরপুর মিলনের ‘বরফকলের গল্প’

Shamim Reza

‘যারা নগ্ন দৃশ্য করেন তাদেরকে শ্রদ্ধা জানাই’

Saiful Islam

সালমান খানের পরিবারে করোনার থাবা

Saiful Islam

গায়ের রঙ ফর্সা করতে তরমুজ খাচ্ছেন জাহিদ হাসান!

Saiful Islam

কনডম টেস্টার রাকুলের বিয়ে নিয়ে মুখ খুললেন লক্ষ্মী

globalgeek

আমার মাকেও এরা ছাড়ল না : ভাবনা

globalgeek