বিনোদন ডেস্ক: এবার প্রযোজকের ভূমিকায় অভিনেত্রী অপু বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছেন তিনি। পরিচালক বন্ধন বিশ্বাস নির্মাণ করবেন সিনেমাটি। এর নাম লাল শাড়ি।
সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রথম কিস্তি হিসেবে ৩০ শতাংশ টাকা চেকে গ্রহণ করেছেন অপু বিশ্বাস।
সিনেমাটির কে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত করেননি তিনি। তবে এ বছরের আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে লাল শাড়ির শুটিং শুরুর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন অপু।
তিনি বলেন, ‘আমার ইচ্ছে আছে এই বছরেই কাজ শুরু করার। কোনো জটিলতা তৈরি না হলে শুটিং পেছাব না। তবে ছবিতে কে কে থাকছেন, তা এখনও চূড়ান্ত হয়নি।’
এদিকে প্রযোজক হিসেবে নিয়মিত কাজ করবেন কিনা- তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না নায়িকা। তিনি বলেন, প্রথম ছবির সাফল্য-ব্যর্থতার ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে ইচ্ছা আছে অপু-জয় প্রোডাকশন থেকে আরও কিছু কাজ করার। তাড়াহুড়ো করে কিছু করতে চাই না। প্রযোজক হিসেবে ধীরে ধীরে পা বাড়াতে চাই।
‘লাল শাড়ি’ সরকারি অনুদান পেতে পারে- এমন বিশ্বাস আগেই ছিল বলে জানালেন অপু বিশ্বাস। তিনি বলেন, ছবির গল্প আমাকে আশাবাদী করে তুলেছে বলেই অনুদানের জন্য জমা দিয়েছিলাম। সরকারি অনুদান না পেলে যে সিনেমা নির্মাণ করব না- এই ভাবনা কখনোই ছিল না। তবে বিশ্বাস ছিল, ভালো কাজের জন্য সরকারি সহায়তা পাব। অবশেষে আমার ওপর আস্থা রেখে সরকার অনুদান দিয়েছে। চেষ্টা করব ভালো কাজের মধ্য দিয়ে আস্থার প্রতিদান দিতে।
আবারও বিয়ে করবেন অপু বিশ্বাস, কেমন পাত্র পছন্দ জানালেন নিজেই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।