Advertisement
জুমবাংলা ডেস্ক : ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোমিনুর রহমানসহ তিন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করেছে সরকার।
রোববার তাদের দপ্তর বদল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এরমধ্যে ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোমিনুর রহমানকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য (অতিরিক্ত সচিব) মো. আব্দুল আউয়াল হাওলাদারকে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. রুহুল আমিন তালুকদারকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



