জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের বিজিবি-৩৪ ব্যাটালিয়ানের সদস্যরা সোমবার (৯ আগস্ট) সকালে এক অভিযান চালিয়ে ৪৭০ ভরি ওজনের ৩৩টি সোনার বারসহ একজন রোহিঙ্গাকে আটক করেছে। মিয়ানমার থেকে চোরাই পথে পাচার করা এ পরিমাণ সোনার দাম ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা। কক্সবাজারের উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
বিজিবি-৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে ওই স্থানে একজন রোহিঙ্গাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এ পরিমাণ চোরাই সোনার বার উদ্ধার করা হয়েছে।
সোনার বার পাচারকারি আটক রোহিঙ্গা জয়নুল আবেদীন (৬৫) তুমবুরু শূন্য লাইন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। আটক রোহিঙ্গা জয়নাল আবেদীনকে উখিয়া থানায় সোপর্দ করে তার নিকট হতে উদ্ধারকৃত সোনার বার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।