জুমবাংলা ডেস্ক : আগামী তিন দিনের মধ্যে চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকা করার দাবিসহ চার দফা দাবি তুলেছে ছাত্র অধিকার পরিষদ। এই দাবি মেনে না নিলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটি।
শনিবার (৩০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ক্ষমতায় আসার আগে সব সরকার বেকারত্বের জন্য অনেক কিছু করার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে তারা সেই প্রতিশ্রুতি ভুলে যায়। গত ১৯ নভেম্বর সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, চাকরিতে আবেদনের ফি’র বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে। কেন এত সময় নিয়ে অ্যাসেসমেন্ট প্রয়োজন? এ অ্যাসেসমেন্ট তো অনেক আগেই করা হয়েছে।’
বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘সামনে ৪৭তম বিসিএস পরীক্ষা, ফের ৭০০ টাকা দিয়ে আবেদন করতে হবে চাকরিপ্রত্যাশীদের। অর্ডিন্যান্স জারি করে চাকরিতে আবেদনের ফি যেন ন্যূনতম ২০০ টাকা করা হয়। আমরা সরকারকে তিন দিনের আল্টিমেটাম দিচ্ছি যেন অবিলম্বে তড়িৎ গতিতে এ বিষয়ে ব্যবস্থা নেয়। যদি এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না নেয়া হয় প্রয়োজনে আন্দোলনে যাব।’
সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে তোলা ৪ দফা দাবি
১. চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকার মধ্যে করা।
২. প্রিলি পরীক্ষার কাটমার্কস প্রকাশ করা।
৩. প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবার নাম্বারপত্র আলাদাভাবে প্রকাশ ও প্রিলির একসেট উত্তর প্রকাশ করা।
৪. বিসিএস সর্বোচ্চ এক বছর আর অন্যান্য চাকরিতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। পিএসসি থেকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজদের অপসারণ করা।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ঢাবি শাখার আহ্বায়ক মো. সানাউল্লাহ হক, সদস্য সচিব রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।