বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : স্মার্টফোনের দুনিয়ায় আইফোনের অবস্থান এক নম্বরে। যার নির্মাতা অ্যাপল। সম্প্রতি আমেরিকান এই প্রতিষ্ঠান আইফোন ১৬ সিরিজ বাজারে এনেছে। এই ফোন নিয়ে সারা বিশ্বে হইচই। এদিকে নতুন আইফোনকে টেক্কা দিতে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে চমকপ্রদ এক ফোন আনল। এমন স্মার্টফোন বিশ্ব এর আগে দেখেনি।
হুয়াওয়ে নিয়ে এসেছে মেট এক্সটি। বিশ্বের প্রথম ট্রাই ফোল্ডিং স্মার্টফোন। অর্থাৎ এই ফোন দুইবার নয়, তিনবার ভাঁজ হয়। তাহলে এই ফোন কতটা বড় একবার ভাবুন। স্যামসং, ওয়ান প্লাস, ওপ্পো-এর ডুয়াল ফল্ডেবল স্মার্টফোন রয়েছে। কিন্তু ট্রিপল ফোল্ডেবল স্মার্টফোন প্রযুক্তির জগতে এক নতুন রেকর্ড। চীন অ্যাপলের বড় বাজার। তাদের টক্কর দিতেই হুয়াওয়ে একই দিনে এই ফোন নিয়ে এসেছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
হুয়াওয়ে মেট এক্সটি পুরো খুললে ট্যাবের মতো হয়ে যায়। ১০.২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এতে। এর মধ্যে ৬.৪ ইঞ্চির ওলিড ডিসপ্লে। এটা একবার ভাঁজ করে খুললে স্ক্রিনের আকার ৭.৯ ইঞ্চির হয়ে যাবে। দ্বিতীয়বার ভাঁজ খুঁললে আকার দাঁড়াবে ১০.২ ইঞ্চির।
ট্রিপল ফোল্ডেবল এই স্মার্টফোনে কিরিনি ৯ চিপসেট প্রসেসর দিয়েছে হুয়াওয়ে। রয়েছে ১৬ জিবি র্যাম। সঙ্গে ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি-এর স্টোরেজ অপশন। কোম্পানির দাবি, এই ফোন হাই এন্ড গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ।
হুয়াওয়ের নয়া এই ফোনে রয়েছে ইএমইউআই ১৩ অপারেটিং সিস্টেম। যা অ্যানড্রয়েড ওসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে গ্রাহক গুগলের কোনও পরিষেবাই ব্যবহার করতে পারবেন না। তবে হুয়াওয়ের নিজস্ব অ্যাপ সার্চ ইঞ্জিন দিয়েছে।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপের প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। এছাড়াও ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই সেট আপ ফটোগ্রাফি এবং ভিড গ্রাফির জন্য চমৎকার বলে দাবি করেছে কোম্পানি।
হুয়াওয়ে মেট এক্সটি মডেলের দাম ২৮১০ ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।