আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ গোপন এজেন্ট নিয়োগ দেয়ার তোড়জোড় শুরু করেছে। এরই মধ্যে নিয়োগ অভিযান শুরু করেছে সংস্থাটি। শত্রু দেশ তিনটি হলো চীন, ইরান ও উত্তর কোরিয়া।
বুধবার (০২ অক্টোবর) নিজেদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে ম্যান্ডারিন, ফার্সি ও কোরিয়ান ভাষায় এজেন্ট নিয়োগ সংক্রান্ত একটি পোস্ট করেছে সিআইএ। সেখানে তাদের সঙ্গে কীভাবে নিরাপদে যোগাযোগ করতে হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে।
সবশেষ ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে এজেন্ট নিয়োগে এমন কার্যক্রম শুরু করেছিল মার্কিন এই গোয়েন্দা সংস্থাটি। তাদের ওই অভিযান সফল বলেই দাবি সিআইএ-এর। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই নতুন এই অভিযানে নামল সংস্থাটি।
এক বিবৃতিতে সিআইএ-এর একজন মুখপাত্র বলেছেন, আমরা নিশ্চিত করতে চাই যে অন্যান্য কর্তৃত্ববাদী শাসনের অধীনে থাকা ব্যক্তিরা যেন জানতে পারে আমরা তাদের সঙ্গে কাজ করার জন্য উন্মুক্ত।
https://inews2.zoombangla.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a7%87/
নিয়োগের এই বার্তা সিআইএ-এর তরফ থেকে এক্স, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম ও লিংকডইনের মতো প্ল্যাটফর্মের পাশাপাশি ডার্ক ওয়েবে পর্যন্ত দেয়া হয়েছে। এসব পোস্টে ব্যক্তির নাম, অবস্থান ও যোগাযোগের বিশদ তথ্য চাওয়া হয়েছে।
খবর বিবিসির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।