বিনোদন ডেস্ক : ডেভিডের আশ্রিত বোন স্বাস্থ্যকর্মী মারিয়াকে ভালোবাসে জোসেফ। কিন্তু জুয়ার আসরে ম”দ্য”প অবস্থায় নিজের বোনকে রানার সঙ্গে বিয়ে দিতে সম্মত হয় ডেভিড। সেদিন ডেভিডের পকেটের টাকাও শেষ হয়ে গিয়েছিল।
এই সুযোগ কৌশলী রানা প্রস্তাব করেছিল, ডেভিড হারলে রানার হাতে সে তার বোনকে তুলে দেবে। ডেভিড সত্যি সত্যি হেরে যায় কিন্তু রানার সঙ্গে মারিয়াকে বিয়ে দিতে অসম্মতি জানায়। ফল স্বরূপ রানা প্রচণ্ড ক্ষেপে গিয়ে চড়াও হয় ডেভিডের ওপর। সে তাকে ছুরিকাঘাত করে। ডেভিডকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, জোসেফ মারিয়াকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়, যাতে রানা তার খোঁজ না পায়। রানা হন্যে হয়ে মারিয়াকে খুঁজতে থাকে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে বড়দিনের বিশেষ নাটক ‘ক্ষমা’।
মহিউদ্দীন আহমেদের রচনায় এর গল্প ও পরিচালনায় করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, নুসরাত ইমরোজ তিশা, এফ এস নাঈম, মনোজ প্রামাণিকসহ অনেকে। নির্মাতা জানান, বড়দিনের বিশেষ নাটক হিসেবে রাত ৮টায় ‘ক্ষমা’ প্রচার হবে আরটিভিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।