জুমবাংলা ডেস্ক : তিস্তা নদীর স্রোতে ভেসে আসা অজ্ঞাত লাশটি ভারতের অঙ্গরাজ্য সিকিমের সাবেক শিক্ষামন্ত্রী আরসি রামচন্দ্র পাউডেলের বলে শনাক্ত করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় লাশবাহী গাড়িটি লালমনিরহাট সদর হাসপাতাল মর্গ থেকে বুড়িমারী স্থলবন্দরের দিকে রওনা করেছে। সেখানে উভয় দেশের প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ হস্তান্তরের কথা রয়েছে।
এর আগে, সোমবার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্পার বাঁধ এলাকার মাঝের চর থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিস্তার বাম তীরের সলেডি স্পার বাঁধ-২ এলাকার মাঝের চরে তিস্তার পানি কমে গেলে চরে একটি লাশ আটকে যায়। এটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৭ জুলাই সেটিপুলে ভগ্নিপতির বাসভবনে যাওয়ার পর নিখোঁজ হন রামচন্দ্র। এ ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা। ৮ দিন পর লালমনিরহাটের আদিতমারী উপজেলার সলেডি স্পার বাঁধের মাঝের চরে তিস্তা নদীতে লাশ ভেসে ওঠে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, পরিচয় শনাক্তের পর লাশ পরিবারের কাছে পৌঁছে দিতে বুড়িমারী স্থলবন্দর চেক পোস্টে পাঠানো হয়েছে।
সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।