লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে।
সোমবার ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে হাতীবান্ধা, আদিতমারী ও সদর উপজেলার ১২ গ্রাম ডুবে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, প্লাবিত এলাকায় চার হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আমন ধানের বীজতলাসহ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলার জন্য তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
এর আগে, রোববার দুপুরে পাউবো জানিয়েছে, ভারতে ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তিস্তা ও দুধকুমারের নদীসমূহের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে। ফলে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ১৪ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং ভারতের উজান অঞ্চলগুলোতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।