তীব্র লড়াই চলছে কিয়েভের আশেপাশে

তীব্র লড়াই

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর ও পূর্ব দিকে রাশিয়ার সেনাদের সঙ্গে তীব্র লড়াই হচ্ছে। শুক্রবার কিয়েভের মেয়র ভিটালি ক্লিশ্চকো এ তথ্য জানিয়েছেন। এক বার্তায় মেয়র রাজধানী ছেড়ে চলে যাওয়া বাসিন্দাদের না ফেরার অনুরোধ জানিয়েছেন।

তীব্র লড়াই

মেয়র বলেছেন, ‘মৃত্যু ঝুঁকি (কিয়েভে) অনেক বেশি এবং এ কারণে আমার পরামর্শ হচ্ছে, যারা ফিরে আসার চিন্তাভাবনা করছেন, দয়া করে আরও সময় নিন।’

বৃহস্পতিবার কিয়েভের আঞ্চলিক গভর্নর জানিয়েছিলেন, রাশিয়ার সেনারা কিয়েভের কিছু এলাকা থেকে সরে যাচ্ছে। কিন্তু তারা অন্য জায়গায় জড়ো হয়ে শক্তি সঞ্চয় করছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা ওলিকসি অ্যারিস্টোভিচ জানিয়েছিলেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার সেনাদের কিয়েভের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমের দিকে সরতে বাধ্য করছে।