আন্তর্জাতিক ডেস্ক : গত সেপ্টেম্বরে তুরস্কের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৪৫ শতাংশ, যা দেশটির গত ২৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ। সম্প্রতি প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত দুই মাসে দুবার সুদহার কমিয়েছে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক। এতে বাজারে অস্থিরতা আরো বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
গত বছরের শরৎ থেকেই মূল্যস্ফীতিতে ধুঁকছে তুরস্ক। স্থানীয় মুদ্রা লিরার মানেও ভয়াবহ পতন হয়েছে। তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউট জানায়, গত মাসের তুলনায় ভোগ্যপণ্যের দাম ৩ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, সরকারি পরিসংখ্যানের চেয়ে মুদ্রাস্ফীতির হার আরো বেশি। একই দিনে প্রকাশিত বেসরকারি মুদ্রাস্ফীতি গবেষণা দলের তথ্যে দেখা গিয়েছে, তুরস্কের বার্ষিক মুদ্রাস্ফীতির হার ১৮৬ দশমিক ২৭ শতাংশ।
ক্রমাগত মূল্যবৃদ্ধি, দুর্বল লিরা এবং ভারসাম্যহীন চলতি অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক গত মাসে বেঞ্চমার্ক রেট কমিয়ে ১২ শতাংশ করেছিল। গত বছর কেন্দ্রীয় ব্যাংক যখন থেকে ব্যাংক রেট কমাতে শুরু করেছে, সেই থেকে ইউএস ডলারের বিপরীতে লিরার মান ৫০ শতাংশ কমে গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।