Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। দেশটির জরুরি বিভাগ মঙ্গলবার একথা জানায়। খরব সিনহুয়া’র।
বিভাগ জানায়, ভূমিকম্পের ফলে ৯৫ জন মারা গেছে। হাসপাতালে ভর্তি থাকা আহত ৯৯৪ জনের মধ্যে ৮৪৭ জন ছাড়া পেয়েছে। প্রায় ১৪৭ জন হাসপাতালে রয়েছে। ইজমিরের পাঁচটি ধসে পড়া ভবন এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত ভবনগুলো ও এর আশেপাশে অনুসন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি ৩০ অক্টোবর তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সামোস দ্বীপের অদূরে আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে তুরস্কের ইজমিরের কমপক্ষে ২০ টি ঘর ধসে পড়ে।
গ্রিসের নিয়ন কার্লোভাসি শহরেও ভূমিকম্প অনুভূত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।