Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রায় দুই মাস পর ফের শুরু হয়েছে ঢাকার চারপাশে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ায়, তুরাগ নদের ধৌড় এলাকায় অভিযান শুরু হয়।
শুরুতেই তুরাগ পাড়ের প্রায় ২ একর জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা প্রত্যাশা কাঁচা বাজার গুঁড়িয়ে দেয়া হয়।
বিআইডব্লিউটিএ বলছে, এই জায়গা আগেও উচ্ছেদ করে অবৈধ স্থাপনার মালামাল নিলামে বিক্র করা হয়েছিলো। কিন্তু পুনরায় জায়গা দখল করে অবৈধ বাজার গড়ে তোলা হয়েছে। পাশেই ডোমিনোর রেডিমিক্স প্ল্যান্টেও অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।
এ নিয়ে তৃতীয় দফায় এখানে অভিযান চালানো হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।