তুরাগে নদে সাকার ফিসে বাড়ছে দুশ্চিন্তা, কমেছে দেশী মাছ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: দখল-দূষণ ও শিল্প-কারখানার তরল বর্জ্যে গাজীপুরের তুরাগ নদে মাছ কমেছে অনেক আগেই। বর্ষা মৌসুমে সামান্য পরিমাণ দেশীয় মাছ দেখা মেলে এই নদে। তবে, বর্তমানে এই নদের পাড়ে বসবাসকারী জেলেদের দুশ্চিন্তায় ফেলেছে সকার ফিস। নদে জাল ফেললেই উঠে আসছে এই মাছ। অনেক সময় হাতেও ধরা পড়ছে মাছটি। গাজীপুর জেলা মৎস্য কর্মকর্তা জানান, বুড়িগঙ্গা … Continue reading তুরাগে নদে সাকার ফিসে বাড়ছে দুশ্চিন্তা, কমেছে দেশী মাছ