স্পোর্টস ডেস্ক: তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি অ্যালান বোর্ডার মেডেল পেয়েছেন স্টিভেন স্মিথ। সঙ্গে জিতেছেন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কারও। এ বছর টেস্টে ততটা ভালো না করেও বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে বেশ অবাক হয়েছেন স্বয়ং স্মিথ।
টেস্টের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন প্যাট কামিন্স, টি-টোয়েন্টিতে অ্যাশটন অ্যাগার।
দেশটির ২০২০ সালের ক্রিকেটের পারফরম্যান্সের ভিত্তিতে বার্ষরিক এই পুরস্কার দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিততে সময়ের সেরা এই ব্যাটসম্যান পেছনে ফেলেন প্যাট কামিন্স (১১৭) ও অ্যারন ফিঞ্চকে (৯৭)। স্মিথ ১২৬ ভোট পেয়েছেন। এনিয়ে তৃতীয়বার এই পুরস্কার জিতলেন এই ডানহাতি। তার ওপরে রয়েছেন শুধুমাত্র মাইকেল ক্লার্ক ও রিকি পন্টিং। সাবেক কিংবদন্তি দুই অধিনায়ক চারবার করে জিতেছিলেন।
খেলোয়াড়দের পাশাপাশি ভোট দিয়েছেন গণমাধ্যম প্রতিনিধি ও আম্পায়াররা।
পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে স্মিথ আরেকটি বড় অ্যাওয়ার্ডও হাতে তুলেছেন। তিনি অজিদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


