in

তৃতীয় বিয়েতে গানের সঙ্গে তাল মিলিয়ে নাচলেন ন্যানসি (ভিডিও)

বিনোদন ডেস্ক: নতুন জীবন শুরু করেছেন সংগীত তারকা নাজমুন মুনিরা ন্যানসি। ঘর বেঁধেছেন গীতিকবি মহসীন মেহেদীর সঙ্গে। গেল আগস্টের শেষ সপ্তাহে তাদের বিয়ে সম্পন্ন হলেও পরে সবাইকে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছেন ন্যানসি-মেহেদী দম্পতি।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ন্যানসি ও মেহেদীর বিবাহোত্তর সংবর্ধনা। এতে অতিথি হিসেবে দেখা যায় শোবিজের তারকা ও সংবাদকর্মীরা।

ন্যানসির স্বপ্ন ছিল তিনি জমকালো সাজে বিয়ে করবেন। সেই স্বপ্নটা পূরণও হয়েছে। বিবাহোত্তর সংবর্ধনায় তাকে দেখা গেছে নজরকাড়া সাজে। তার পরনে ছিল জমকালো শাড়ি, আর তার স্বামী মেহেদীর পরনে ছিল শেরওয়ানি। অনুষ্ঠানে হাস্যউজ্জ্বল ন্যানসি-মেহেদী দম্পতিকে দেখা যায় গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতেও।

উল্লেখ্য, গানের সুবাদে মহসীন মেহেদীর সঙ্গে ন্যান্সির পরিচয়। গত বছর মহসীনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়। এরপর থেকেই দুজনের মধ্যে সখ্য গড়ে ওঠে।