বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী নাদিয়া খান (৪১) তৃতীয় বিয়ে করলেন। নিজের ইনস্টাগ্রামে এ খবর জানিয়ে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তিন সন্তানের মা নাদিয়া খান এর আগে দুবার বিয়ে করেছিলেন। তবে সর্বশেষ ফয়সাল নামে একজনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
এরপর নাদিয়া লিখেছেন, ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ভক্ত ও অনুসারীদের জন্য আমার বিয়ের আরো ছবি পোস্ট করব।’
কয়েক দিন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন পুরুষের সঙ্গে নাদিয়ার একটি ছবি ঘুরছে। এতে ধারণা করা হচ্ছে, ছবির ওই পুরুষকেই তিনি বিয়ে করেছেন। অভিনেত্রী নাদিয়া খানের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানাচ্ছেন তার অনুরাগীরা।
আবিদ কামাল নামে একজন লিখেছেন, ‘আল্লাহ পাক আপনাদের দুজনের সঙ্গে থাকুক- আমিন।’
আসমাত নামে একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ। আশা করছি নাদিয়ার স্বামীর সঙ্গে তার সুন্দর ও সফল লাইফ কাটুক’। সূত্র : ডন।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool