‘বিগ বস’-এর ঘরে চুটিয়ে প্রেম করেছেন করণ কুন্দ্র এবং তেজস্বী প্রকাশ। সেই প্রেমে রয়েছে ঝগড়াঝাটি, কান্নাকাটি, আবার তারই মাঝে আছে প্রেম-ভালোবাসা। দিনেদিনে তাদের প্রেমের ঘনিষ্ঠতা বেড়েই চলছে।
সম্প্রতি ‘বিগ বস’-এর একটি পর্বে বাধ সাধলো তাদের প্রেম। বাধা দিলেন খোদ তেজস্বী। বি ছানায় প্রেম করছিলেন দুজনেই। আচমকাই করণ এগিয়ে গিয়ে তেজস্বীকে চু মু খেতে যান। তবে মজা করেই তেজস্বী তাকে বাধা দেন। বলেন, ‘‘এ রকম করার কথা মনে মনেও ভেবো না।’’ অনুমতি না পেয়ে সরে দাঁড়ান করণ। এরমধ্যে অন্য এক প্রতিযোগী রাখী সাওয়ান্ত, সে যে কখন থেকে তাদের লক্ষ করছিলেন, তা বুঝতেই পারেননি দুজনে।
যদিও পরে কাঁচের দু’পাশ থেকে চু ম্বনের সাধ মিটিয়ে নিয়েছেন তেজস্বী-করণ। যে সময়টাতে বাকিরা ব্যস্ত ছিলেন বড়দিন উদযাপন নিয়ে। তবে অনুরাগীদের প্রশ্ন, শো শেষ হওয়ার পরেও কি তাদের প্রেম পরিণতি পাবে? নাকি এখানেই আবদ্ধ থেকে যাবে তাদের প্রেম!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।