বিনোদন ডেস্ক : মিষ্টিমুখের ক্যামেরন ডিয়াজ যে এতটাই ‘অভদ্র’, তা কে জানত! নেটমাধ্যমে আজকাল এমন ধরনের মন্তব্যই ভেসে বেড়াচ্ছে ক্যামেরনের বিরুদ্ধে। তিনি নাকি হলিউডের এক পত্রিকার কর্মীকে অভিশাপ দিয়েছিলেন, তার ক্যান্সার হোক! এর পরেই ক্যামেরনকে বাজে মন্তব্য করা শুরু করেছেন অনেকে।
সম্প্রতি এক অপ্রকাশিত আত্মকথায় বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করেছেন ‘রোলিং স্টোন’ পত্রিকার সহ-প্রতিষ্ঠাতা ইয়ান ওয়েনার। সেখানে এক অভিনেত্রীর বিরুদ্ধেও মুখ খুলেছেন তিনি। যদিও ক্যামেরনই যে ওই মন্তব্য করেছেন, এমনটা আত্মকথায় কোথাও লেখেননি তিনি। তবে যে সময়কার কথা লিখেছেন ইয়ান, তখন ক্যামেরনের সাথে জাস্টিন টিম্বারলেকের বেশ মাখামাখি সম্পর্ক। সেই সময় একটি ফটোশুটেই নাকি ‘এক অভিনেত্রী’ ইয়ানের এক কর্মীকে অভিশাপ দিয়েছিলেন, ‘প্রার্থনা করি, আপনার ক্যান্সার হোক!’
স্বাভাবিকভাবেই ক্যামেরনের নাম না উচ্চারণ করলেও ইয়ানের তীরে যে তিনিই রয়েছেন, তা বুঝতে দেরি হয়নি কারো। ফলে ক্যামেরনের উপর ঝাঁপিয়ে পড়তেও বেশি সময় নেননি তারা।
‘লাইক আ রোলিং স্টোন’ নামে ইয়ানের ওই আত্মকথা প্রকাশিত হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর। তাতে নাকি ক্যামেরনের বেশ কিছু পুরনো কথা তুলে ধরেছেন তিনি। যদিও কোথাও ক্যামেরনের নাম নেই। তবে ২০০৬ সালে জাস্টিনের সাথে হাওয়াই দ্বীপে ছুটি কাটানোর সময় ক্যামেরনের বিখ্যাত চুমু ক্যামেরাবন্দি করেছিলেন পাপারাজ্জিরা। সে সময় ইয়ানের পত্রিকার কর্মীরাই তা ফাঁস করেছিল। এবং ইয়ান যে সময়ের ঘটনার কথা বলেছেন, তা-ও ছিল সেই সময়কার। ফলে ইয়ানের সেই ‘অভিনেত্রী’ যে ক্যামেরন— দুইয়ে দুইয়ে এমন চার মিলিয়ে নিয়েছেন নেটমাধ্যমের অনেকে। এর পরেই নেটমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন, ‘সত্যিই, অভদ্র আর রূঢ় হিসেবে কম পরিচিত নন তিনি (ক্যামেরন)? যারা তার সাথে দেখাসাক্ষাৎ করেছেন, তাদের গুজব এবার সত্যি বলে মনে হচ্ছে।’
নব্বইয়ের দশকের শেষ দিকে যে ক্যামেরনে মজেছিলেন দর্শকেরা, তাদের অনেকেই বিশ্বাস করতে পারছেন না এ কথা। সে সময়কার ‘দেয়ার্স সামথিং অ্যাবাউট মেরি’র মতো হিট ছবির মিষ্টি নায়িকা যে এতটা কুরুচিকর মন্তব্য করতে পারেন, তা-ও মানতে পারছেন না অনেকে। যদিও ক্যামেরনের বিরুদ্ধে রোষে ফেটে পড়েছেন নেটমাধ্যমের একাংশ। তাদেরই একজনের মন্তব্য, ‘মনে হচ্ছে তিনি জঘন্য মানুষ। এমন জঘন্য কথাও কেউ বলে!’
সূত্র : আইএএনএস, আনন্দবাজার
শাহরুখের ঠোঁটে কামড় বসাতে চান সুন্দরী যুবতী ভক্ত, যা বললেন অভিনেতা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।