বিনোদন ডেস্ক : ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা দাম্পত্য জীবনের তিন বছর পূর্ণ করলেন। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি রিসোর্টে নিশ্ছিদ্র নিরাপত্তায় বিয়ের বন্ধনে আবদ্ধ হন এ জুটি।
বিশেষ এই দিনে স্বামী কোহলিকে পাশে পাচ্ছেন না আনুশকা। অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে বিরাট কোহলি এখন অস্ট্রেলিয়াবধে মনোযোগী। সুদূর অস্ট্রেলিয়া থেকে স্ত্রী আনুশকাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে ভুললেন না কোহলি।
নিজেদের বিয়ের একটি রোমান্টিক মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কোহলি লেখেন- ‘তিন বছর পূর্ণ হলো এবং আমরা আজীবন একসঙ্গে থাকব।’
ভারত থেকে স্বামীকে শুভকামনা জানাতেও ভোলেননি আনুশকা শর্মা।
বিরাটের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে আনুশকা লিখেছেন– ‘আমাদের তিন বছর, আর শিগগিরই আমরা তিনজন হব। তোমায় খুব মিস করছি।’
আগামী বছরের জানুয়ারিতেই মা হচ্ছেন আনুশকা শর্মা। নতুন অতিথি আগমনের বিশেষ দিনটিতে স্ত্রীর পাশে থাকতে চান কোহলি। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলেই ভারতে ফিরবেন কোহলি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।