স্পোর্টস ডেস্ক : করোনার দাপটে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। আক্রান্ত আর মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশে দেশে চলছে লকডাউন। আর এতে বিপাকে পড়ছে মানুষ। বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তাদের অবস্থা ভয়াবহ। অনেক বাড়িতে খাওয়া বন্ধ হয়ে গেছে। মধ্যবিত্ত- নিম্ন মধ্যবিত্ত পরিবারেও একই অবস্থা। দরিদ্ররা চাইতে পারলেও মধ্যবিত্তরা লজ্জায় ত্রাণও চাইতে পারেন না। ব্রাজিলেও তার ব্যতিক্রম নয়।
আর তাই এমন অসহায়দের পাশে দাঁড়ালেন ব্রাজিল তারকা ডগলাস কস্তা।
২৯ বছর বয়সী জুভেন্টাস উইঙ্গার গাড়ি ভর্তি ত্রাণ নিয়ে হাজির হয়েছেন মানুষের দারে। সঙ্গে তার মডেল গার্লফ্রেন্ড নাথালিয়া ফেলিক্স। নিজেদের ত্রাণ বিতরণের ছবি তারা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যাতে অন্যরা উৎসাহিত হয়। ছবি পোস্ট করে কস্তা লিখেছেন, ‘আজ আমরা এত সব বিহ্বলতার মধ্যে দাঁড়িয়ে অন্যকে সাহায্য করার মহৎ আকাঙ্ক্ষা নিয়ে বের হয়েছি।’
ক্রিশ্চিয়ানো রোনলদোর ক্লাব জুভেন্তাসে খেলেন ডগলাস কস্তা। ইতালিতে করোনা পরিস্থিতি এখন ভয়াবহ। এর আগেই অবশ্য কস্তা তার দেশে ফিরে গেছেন। সেখানে গিয়ে ঘরে বসে নেই। স্বদেশী অসহায় মানুষদের সাহায্যার্থে রাস্তায় বেরিয়ে পড়েছেন। ব্রাজিলিয়ান তারকার বান্ধবী কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের পুরো দিনের কাজের সারসংক্ষেপ!! অভাবী মানুষদের সাহায্য করা। ‘যা তুমি করবে, হৃদয়ের পুরোটা দিয়ে, শুধু স্রষ্টাকে খুশি করার জন্য, মানুষকে নয়। কলোসিয়ান্স ৩:২৩।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।