স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে এক অস্থির পরিবেশ। করোনা আতঙ্কের মধ্যেই ২৪ এপ্রিল (শুক্রবার) সাতচল্লিশে পা দিলেন সাবেক ভারতীয় ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার। বৃহস্পতিবারই শচীন তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছিলেন, সারা ভারত এবং গোটা বিশ্ব মহামারীর ধাক্কায় এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই এবার নিজের জন্মদিন পালন করবেন না।
শচীনের ভক্তরা তাঁদের প্রিয় ক্রিকেটারের জন্মদিনে তাঁর বার্তা অক্ষরে অক্ষরে পালন করলেন। প্রতি বছর যেখানে কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে শচীন জন্মদিন পালন করেন। সেখানে এবার বাইশ গজের কিংবদন্তির জন্মদিন পালন করলেন করোনায় ত্রাণ বিলি করে।
শুক্রবার ভারতের নদীয়ার নবদ্বীপে শচীন ফ্যানস ক্লাবের পক্ষ থেকে এলাকার দুঃস্থ এবং অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিয়েছেন শচীন ভক্তরা। নবদ্বীপের শচীন ফ্যান ক্লাবের অন্যতম সদস্য অশোক চক্রবর্তী বলেছেন, ‘প্রতি বছর কেক কেটে আড়ম্বরে আমাদের সবার প্রিয় শচীনের জন্মদিন পালন করি। কিন্তু এবার পরিস্থিতি একদম আলাদা। লকডাউনে অসহায় মানুষগুলোর দুর্গতির শেষ নেই। আমরা এলাকায় ত্রাণ দেব ঠিক করেছিলাম। সেই রাস্তা দেখিয়ে দিলেন শচীন। নিজের জন্মদিন পালন না করে তাঁর ভক্তদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। আমরা এলাকায় ত্রাণ বিলি করে শচীনকে শুধু জন্মদিনে শুভেচ্ছা জানাইনি, তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়েছি।’
নবদ্বীপ শচীন ফ্যানস ক্লাবের পক্ষ থেকে অশোক চক্রবর্তী সারা শরীরে ভারতের জাতীয় পতাকার রং-এ নিজেকে রাঙিয়ে এদিন এলাকার দুঃস্থ মানুষের হাতে কেক, বাদাম, চাল এবং ছোলাসহ আরও অন্যান্য খাদ্যসামগ্রী তুলে দেন ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।