Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পথে অনেক দূর এগিয়েছে এশিয়ার দেশ থাইল্যান্ড। তাই খুলে দেয়া হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, শিথিল করা হচ্ছে নিষেধাজ্ঞা। গত শনিবার দেশটি জানিয়েছে তাদের নতুন সংক্রমণ নেই, নেই মৃত্যুও। থাই সরকারের কভিড-১৯ সেন্টারের মুখপাত্র টাউইসিন উইসানয়োথিন বলেন, ‘আজ দুটি শূন্য, থাই জনগণকে ধন্যবাদ যারা সহযোগিতা করে আসছেন।’
দেশটিতে ৯ মার্চ থেকে করোনা আসার পর থেকে গত শনিবার টানা দ্বিতীয় দিন নতুন কোন সংক্রমণ বা মৃত্যু পাওয়া যায়নি। তাই রবিবার থেকে শপিং মল ও ডিপার্টমেন্ট স্টোরগুলো খোলার অনুমতি দেয়া হয়েছে। একইসঙ্গে রাতের কারফিউ এক ঘন্টা কমানোর ঘোষণা দেয়া হয়েছে। থাইল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত ৩ হাজার ২৫ জন এবং মারা গেছেন ৫৬ জন। সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



